গাঁজা উদ্ধার: মুর্শিদাবাদ




গাঁজা উদ্ধার হলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের শিবপুর টোলপ্লাজা সংলগ্ন থেকে ।
নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্য রাত্রিতে ১৮ চাকা গাড়ি থেকে ৭২কেজি গাঁজা উদ্ধার করে ।
পুলিশ সূত্রে জানা গেছে ফরাক্কার দিক থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো গাঁজা গুলি।
 
পুলিশ গাঁজা গুলো বাজেয়াপ্ত করে এবং  দুজনকে আটক করে নবগ্রাম থানায় নিয়ে আসা হয়।
সেই সময় সেই স্থানে উপস্থিত ছিলো লালবাগ সি আই রবি মালাকার এবং নবগ্রাম থানার অন্যান্য অধিকারী কেরা।
আজকে শুক্রবার আটক হওয়া দুজন ব্যক্তিকে কোর্টে পাঠানো হয়, সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com