আমার পাড়া আমার সমাধান, শ্যামপুর




গ্রামীণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মস্তিষ্ক প্রসূত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো শ্যামপুর ২নম্বর ব্লকের অন্তর্গত ডি.এম.ঘাট ২ অঞ্চলে।


এই ক্যাম্প পরিদর্শন করেন,শ্যামপুর২ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জু গুহ মজুমদার,উপস্থিত ছিলেন শ্যামপুর ২ব্লকের সহকারী সভাপতি নদেবাসি জানা,উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদ জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com