নিজস্ব প্রতিবেদক, কলকাতা
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সমগ্ৰ শিক্ষা অভিযানের রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু,এস এস কে,এম এস কে সহ একাধিক সংগঠনের কর্মীবৃন্দরা ডেপুটেশন দিল কলকাতার বিকাশ ভবনে,
বুধবার বিভিন্ন এলাকা থেকে সমগ্ৰ শিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু ও অন্যান্যরা বিকাশ ভবনের অদুরে পি এন বি মোড়ে জমায়েত হয়ে বেতন বৃদ্ধির প্লাকার্ড নিয়ে বিকাশ ভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যেতে থাকে। পুলিশ বাধা দিলে তারা বসে পড়ে।
পরে প্রতিনিধি দল গিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন।
উল্লেখ্য সমগ্ৰ শিক্ষা অভিযানের কর্মীরা যারা স্নাতক ডিগ্রি অর্জন করে দীর্ঘ প্রায় ২০বৎসর কাজ করে আসার পরেও তাদের সাম্মানিক মাত্র আট হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মধ্যে।যা বর্তমানে খুবই হতাশাজনক।
রাজ্যের অন্যান্য বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধি হলেও সমগ্ৰ শিক্ষা অভিযানের কর্মীরা বঞ্চিত, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি অনুরোধ জানানো হয়।