নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
শুক্রবার ২২শে আগষ্ট পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের হাওড়া জেলার উদ্যোগে শ্যামপুর ২ নম্বর ব্লকের শ্যামপুর উত্তর চক্রের অন্তর্গত নাকোল হাই স্কুলের সপ্তম থেকে নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে "নারী শিক্ষা, কিশোরী মেয়েদের ড্রপ আউট, বাল্য বিবাহ ও মাসিকের স্বাস্থ্যবিধি" সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের একটি হলে।
নাকোল হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ পাল জানান, আজ এই সচেতনতা শিবিরে ২০০ জন ছাত্রীর পাশাপাশি ৫০ জন ছাত্র সহ বেশ কিছু শিক্ষিকা, শিক্ষক অংশগ্রহণ করেন।
এই সচেতনতা শিবিরে আলোচনা করার জন্য উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশন হাওড়া জেলার কো-অর্ডিনেটর সোমা মিত্র,কো অর্ডিনেটর মানসী চক্রবর্তী, শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা মধুরিমা দাস, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা মৌমিতা দাস প্রমুখ।