দুই স্কুল ছুট ছাত্রীকে স্কুলে ফেরাতে ঝটিতি সফরে এলাকায় বি ডি ও সঞ্জু গুহ মজুমদার।
মঙ্গলবার শ্যামপুর ২নং ব্লকের বি ডি ও র এই ধরনের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে হাওড়ার শ্যামপুর দুই ব্লকের ডিহিমন্ডলঘাট হাই স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী বহুদিন ধরেই স্কুলে আসছে না।
এই খবর শ্যামপুর সেন্ট্রাল সার্কেলের বিনীতা পানের মারফত শ্যামপুর দুই ব্লকের বি ডি ও সঞ্জু গুহ মজুমদারের কানে পৌঁছয়।
মঙ্গলবার বাছরি গ্রাম পঞ্চায়েতের বাছরি সমবায় সমিতির সেমিনার হলে "আমাদের পাড়া আমাদের সমাধান"-কর্মসূচী চলছিল , সেখানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জু গুহ মজুমদার,মাঝপথে বাছরির প্রধান শ্যামসুন্দর মেটিয়াকে বিষয়টি বলে দ্রুত অনুষ্ঠান থেকে এলাকায় যাওয়ার জন্য এস আই বিনীতা পান ও শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা হাজরাকে ফোনে ডেকে নেন।
এরপর দ্রুত স্কুলছুট ওই দুই ছাত্রীর বাড়িতে চলে যান। ছাত্রীদের সঙ্গে কথা বলেন।কেন স্কুলে যাচ্ছে না তা জানতে চান। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা ও বোঝান পরিবারকে।
আপাতত তারা স্কুলে যাওয়ার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বি ডি ও। শ্যামপুর দুই ব্লকের ডিহিমন্ডলঘাট কলোনী এলাকায় বি ডি ও র আশায় শোরগোল পড়ে গিয়েছিল, এই ধরনের চেষ্টাকে সকলেই সাধুবাদ জানান।
বুধবার যথারীতি কথামত দুজন ছাত্রী বিদ্যালয়ে আসে।