মতিয়ার রহমান,উলুবেড়িয়া
শনিবার পশ্চিমবঙ্গ সরকার ক্রীড়া যুবকল্যান দপ্তরের উদ্যোগ অনুষ্ঠিত হলো "খেলা হবে দিবস"। ১৬ই আগষ্ট রাজ্যের প্রতিটি ব্লকে নানান ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পালিত হলো"খেলা হবে দিবস"।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই "খেলা হবে দিবস" পালিত হলো,উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা ,
উপস্থিত ছিলেন পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইণামুর রহমান, মহকুমা শাসক মানষ কুমার মন্ডল।
উলুবেড়িয়া ১নং ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সমরুক শীতলচন্দ্র ইনিষ্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় চারদলীয় ফুটবল প্রতিযোগিতা।
উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, সহসভাপতি সাহানা মল্লিক, কর্মাধ্যক্ষ আজিজুল হক,সেখ মুরাদ আলি,সেখ মফিজুল,শুভ্রা দাস, তপনা পঞ্চায়েতের প্রধান সামিনা বেগম, উলুবেড়িয়া ১নং ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক অমিত নষ্কর, সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, মধুসূদন ভাগ,ফারুক মল্লিক।
শ্যামপুর ১নং ব্লকের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে নবগ্ৰাম ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
তিনটঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বিধায়ক বিদেশ রঞ্জন বসু,