নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
ভীন রাজ্যে অর্থাৎ বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর বাঙালি বলে নির্মমভাবে আক্রমণের প্রতিবাদ রক্তদানের মাধ্যমে জানালো হাওড়ার উলুবেড়িয়া তে একটি ক্লাব।
জানা গিয়েছে উলুবেড়িয়া বাজারপাড়া বুলেট ক্লাবের সদস্যদের উদ্যোগে বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেই রক্তদান শিবিরের মূল মিথ ছিল বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ ও নিপীড়ন বন্ধ করতে হবে। রক্তদান শিবিরে মোট ৪৮ জন রক্তদাতা রক্তদান করেন। যার মধ্যে ১২ জন মহিলা বলে জানা গিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বকেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ রঞ্জন বসু, উলুবেরিয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস , উপ পৌর প্রধান সেখ ইণামুর রহমান , চেয়ারম্যান ইন কাউন্সিল শেখ আকবর,সমাজসেবী গৌতম বোন, বাবু সোনা মল্লিক প্রমুখ।
এদিন ক্লাবের দুই কর্মকর্তা সম্পাদক শেখ শাহাবুদ্দিন এবং সভাপতি শেখ ফিরোজ জানান উলুবেড়িয়া এলাকা থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছে তারা অত্যাচারিত বলে আমরা জানতে পারছি তাদের আক্রমণের প্রতিবাদ জানাতেই এই রক্তদান শিবির। এছাড়াও সদস্যরা জয় বাংলা স্লোগান লেখা গেঞ্জি গায়ে দিয়ে জাতীয় পতাকা তুলে ধরে প্রতিবাদ জানান।
উল্লেখ্য রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যেবেলা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মূল বিষয় ছিল দেশপ্রেম।