আমার পাড়া আমার সমাধানে তদারকিতে মন্ত্রী পুলক রায়: উলুবেড়িয়া




মতিয়ার রহমান, উলুবেড়িয়া 


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী "দুয়ারে সরকার" এবং "আমার পাড়া আমার সমাধান"শনিবার ২রা আগষ্ট থেকে সারা রাজ্যে শুরু হয়েছে।


শনিবার উলুবেড়িয়া ১নং ব্লকের ধুলাসিমলা পঞ্চায়েতের পহেলাবাড় প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার ও আমার পাড়া ও আমার সমাধান প্রকল্পের ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়,
রাজ্যের মন্ত্রী ক্যাম্পে পরিদর্শন কালে সরকারি আধিকারিক ও সাধারণ উপভোক্তাদের সঙ্গে কথা বলেন ও সমস্যা সমাধানের ব্যবস্থা করেন,
আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে তিনটি বুথের জরুরি ভিত্তিতে সাধারণ উপভোক্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।






পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা শাষক,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান বৈশাখী পুরকাইত, উপপ্রধান গোপীনাথ ব্যানার্জি, উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব, উলুবেড়িয়া থানার আই সি সঞ্জয় কুমার দে,


ক্যাম্পের পরিচালনায় উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। এছাড়াও উলুবেড়িয়া ২নং ,শ্যামপুর ১নং ও ২নং ব্লক,বাগনান আমতা সহ প্রতিটি ব্লকে দুয়ারে সরকার ও আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ শুরু হয়। বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন জেলার অতিরিক্ত জেলা শাষক, মহকুমা শাষক, পৌর প্রধান,উপর পৌর প্রধান সহ অন্যান্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com