ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ



বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অমানবিক  অত্যাচার ও পুলিশি হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে এবং নাকোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাউল হাট থেকে শালুকপাড়া মোড় পর্যন্ত বিরাট প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।








প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, শ্রীধর মন্ডল, আব্দুল কাদের খান,সদানন্দ দাস, মৌমিতা দাস সহ অন্যান্য।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com