অরিন্দম বন্দ্যোপাধ্যায়,উলুবেড়িয়া, হাওড়া
হাওড়া জেলার শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া কেন্দ্রিক এক ভিন্নতর সাংস্কৃতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে ত্রিধারায় সোনারতরী নামক এক সাংস্কৃতিক সংগঠন।
সম্প্রতি এই সাংস্কৃতিক সংগঠন একটি রবীন্দ্র মূর্তি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে তারা রবীন্দ্র মূর্তি নির্মাণের এক কমিটি গঠন করে।
আজ শ্যামপুরের সীতাপুর গ্রামের সাহারা হলে এই নবগঠিত কমিটির সদস্য সদস্যারা মিলিত হয়েছিলেন এক সাধারণ সভায়।
উল্লেখ্য "রবীন্দ্র মূর্তি নির্মাণ কমিটি"-র উপদেষ্টা মণ্ডলীতে আছেন বিমল কুমার পাল, তপন কুমার কর, অধ্যাপক নিখিলেশ্বর মন্ডল (বাগনান), অধ্যাপক অনুপ কুমার মাজি (শ্যামপুর), অধ্যাপক আক্রাম হোসেন মোল্লা (উলুবেড়িয়া), অধ্যাপক তুষার কান্তি মৈনান (শ্যামপুর), পরাগরঞ্জন মন্ডল (সদস্য, হাওড়া জেলা পরিষদ), অসিত বরণ সাউ (সম্পাদক, শ্যামপুর সংস্কৃতি), হিমাংশু দাস (সম্পাদক, অন্বেষণ), চন্দ্রহাস কয়াল (সহিত্যিক, উলুবেড়িয়া), তরুন কুমার বায়েন (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্যামপুর), আশোক বরণ চক্রবর্তী (সম্পাদক, দ্বান্দ্বিক, উলুবেড়িয়া), মোহনলাল কাপড়ী (সম্পাদক, আলেয়া,বাগনান), ডা: শান্তনু গুড়িয়া (কবি, বাগনান), বিজয় ঘোড়ই (সম্পাদক, আব্বুলিশ), সুব্রত মুখোপাধ্যায় (কবি, বাগনান), অপূর্ব নায়েক (কবি, বাগনান), সৈয়দ মহঃ মহিউদ্দিন (প্রা:শি:, শ্যামপুর), আশোক চক্রবর্তী, (সঙ্গীতজ্ঞ, বাগনান), লক্ষ্মন চন্দ্র খাঁড়া (গীতিকার, শ্যামপুর), করুণাময়ী চক্রবর্তী (কবি, শ্যামপুর), সুপ্রিয় দত্ত (সংস্কৃতি প্রেমী, উলুবেড়িয়া), শুভ্রাংশু চক্রবর্তী (সম্পা: বিরাম সদয় সদন, বাগনান), লক্ষ্মীকান্ত দাস (সংগঠক, এন,জি,ও), ত্রিদিব কুমার দাস (শিক্ষানুরাগী, নাওদা, শ্যামপুর), পশুপতি খাঁড়া (ত্রিধারায় সোনারতরী), বিশ্বরঞ্জন জানা (শিক্ষানুরাগী, সীতাপুর), আশিস সরকার (প্রাঃ গ্রন্থাগারিক, বাগনান), তারাপদ হাজরা (প্রাঃ প্রধান শিঃ, খোড়িয়া ময়ণাপুর হাই স্কুল), অসিরঞ্জন দে (প্রা: গ্রন্থাগারিক, শ্যামপুর), অরুনাভ বাজানি (ভা: প্র: শি: নাওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠ), কমল কুমার বর (ভা: প্র:শি: দুর্গাপুর ভদ্রেশ্বরী কৃষি উচ্চতর বিদ্যালয়), অজিত কুমার বিশ্বাস (প্র: শি:, রাজীবপুর অগ্রনী পাঠভবন), গোবিন্দ দুয়ারী (ভা: প্র: শি:,পিপুলল্যান ডিএনকে হাই স্কুল), বিশ্বজিত মাইতি (প্র: শি:, রুপাসগোড়ি হাই স্কুল), সেখ কুসুমুদ্দিন (প্র: শিক্ষক হাল্যান হাই স্কুল), খাতিয়ার রহমান (প্র: শি:- সমরুক হাই স্কুল), মুক্তেশ দে (ভা: প্র: শি: খোড়িয়া ময়নাপুর হাই স্কুল), নারায়ন বেরা (ভা: প্র: শি:- ঘুঘুবেসিয়া নিউ সেট আপ আপার প্রা: স্কুল), মোনালিসা ঘোষাল(ভা: প্র: শি:,জমিরা নিউ সেট আপ আপার প্রা: স্কুল), শাশ্বত পাড়ুই ( গ্রন্থাগারিক- রাজীব্পুর অগ্রনী পাঠাগার), প্রশান্ত সামন্ত (গ্রন্থাগারিক-ছয়ানি গুজরাট শৈলেন্দ্র পাঠাগার), দুলাল কর (প্রা: হা:স্কুল শিক্ষক), মোহন পাল (প্রা: শিক্ষক,বাগনান), ডা: প্রশান্ত দাস (ত্রিধারায় সোনারতরী), ভবতারন হাজরা (প্রা: হাই স্কুল শিক্ষক, বাগনান), সৌমেন সরকার(কবি, ছয়ানি, গুজরাট), মিজানুর রহমান (ত্রিধারায় সোনারতরী), ভোলানাথ মন্ডল(প্রা: শিক্ষক, অনন্তপুর), আনসার আলি (প্রা: শিক্ষক, কোলিয়া), জয়দেব মল্লিক (প্রা: শিক্ষক,রাউতাড়া), গৌতম মুখার্জি (প্রা: শিক্ষক, বাছরি), সুনীত সরকার (শিক্ষাবন্ধু,বাগনান), সুখেন্দু জানা (সম্পাদক, দেওয়ানতলা হাট কমিটি), ডা: প্রদীপ কুমার সাহু (সভাপতি সীতাপুর বাজার কমিটি), সেখ ফজলুর রহমান (সভাপতি, সীতাপুর, দেওয়ানসাহেব মেলা কমিটি), বিকাশ কর (সীতাপুর চৌরঙ্গী বাজার কমিটি), উত্তম জানা (সম্পাদক, সীতাপুর প্রীতি সংঘ), সেখ মনিরুল জামান (সম্পাদক সীতাপুর টাউন ক্লাব), সুকান্ত কর (সম্পাদক সীতাপুর সবুজ সংঘ), জিতেন্দ্রনাথ হাজরা (সমাজসেবী, নাওদা), অরুপ রায়চৌধুরী (শিক্ষানুরাগী, জমিরা), অমল রায়চৌধুরী (ত্রিধারায় সোনারতরী), ফটিক দে (ত্রিধারায় সোনারতরী), অমিয় মন্ডল (ত্রিধারায় সোনারতরী), স্বদেশ দত্ত (স: আ:,উলুবেড়িয়া)।
এছাড়াও গঠিত হয়েছে কার্যকরি কমিটি। এই কমিটিতে সভাপতি হলেন অমিতাভ সরকার (প্রখ্যাত গল্পকার ও শিক্ষক, বাগনান)। এছাড়াও সহ সভাপতি মণ্ডলীতে আছেন জয়ন্ত কুমার পাত্র (প্রধান আমড়দহ গ্রা: প:), সর্বাণী পাত্র (প্রধান হাল্যান গ্রা: প:), প্রদীপ পাল (প্রধান হাটগাছা ২ গ্রা: প:), দুলাল জানা (ত্রিধারায় সোনারতরী), নীলাদ্রি শেখর দরা (বি এড কলেজ শিক্ষক, শ্যামপুর)।
সম্পাদক হয়েছেন রামমোহন আদক (ত্রিধারায় সোনারতরী)। সহ: সম্পাদকমণ্ডলীতে আছেন
ডা: নবীনচন্দ্র খাঁড়া (ত্রিধারায় সোনারতরী), সুনির্মল চক্রবর্তী (সহ: প্র: শিক্ষক,বাগনান হা: স্কুল), রণজিৎ পাল (সম্পাদক, বারবেড়িয়া ব্রতচারীধাম,উলু:),
আশিস মন্ডল (ত্রিধারায় সোনারতরী), গৌতম ভট্টাচার্য (শিক্ষক,দেওড়া হাই স্কুল)।
কোষাধ্যক্ষ হলেন রবীন্দ্রনাথ সাহু (ত্রিধারায় সোনারতরী) ও সহ: কোষাধ্যক্ষ প্রবীর পাল (ত্রিধারায় সোনারতরী)। হিসাব রক্ষক হলেন সুকুমার রায় (নিরীক্ষক)।
এছাড়াও সদস্য-সদস্য মণ্ডলীতে স্থান পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা, চিন্ময় দে, রিক্তা জানা, তন্ময় বেরা, শাওনি ভক্ত, সমর দাস, পলাশ ভক্ত, তরুন ভুইয়া, অর্ধেণ্দু মান্না, সনাতন পাল, গোবিন্দ রায়চৌধুরী, গার্গী জানা, অলোক রায়চৌধুরী, জহুর ইসলাম মোল্লা, জয়ন্ত খাটুয়া, রাকেশ মন্ডল, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ প্রামানিক, আশিক সাদ্দাম, কল্লোল বাগ, অসীম পাল, ঝর্না দাস, বিশ্বনাথ মন্ডল, শংকর দাস, কৃষ্ণেন্দু সরকার, সুপ্রিয় ঘোষ, তরুন মাজি, অসিত জানা, সুশান্ত ঘোড়ই, প্রসেনজিৎ সিংহ, শুকদেব প্রামানিক, দিলীপ মন্ডল, সৌমিত্র বেরা, নীলাংশু চক্রবর্তী, তুহিন পাত্র, সাহিদ আলি, আশোক দরা, উত্তম জানা, শ্যামাঙ্গ দরা, চন্দন দরা, বেচুরাম রায়, চন্দন চক্রবর্তী, নরোত্তম রায়, কল্যান ভৌমিক, গনেশ পাল, সুধাংশু সামন্ত, সৌমেন দত্ত, লক্ষ্মীকান্ত খাঁড়া, রঘুনাথ মান্না, সুশান্ত ঘোড়ই ,পার্থ চক্রবর্তী, রুমা বারিক, সিরাজুল মল্লিক, আশিস দাস, প্রিয়তম জানা, বিশ্বজিত দাস, কল্যান হাজরা, পার্থ দাস, তন্ময় সাহু, বাপন হাজরা, মৃন্ময় কর্মকার, অপুর্ব পাল, সেখ মহঃ মহিউদ্দিন, নারায়ন পাল, মহিলাল সানা প্রমুখ।