আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলকাতায় ১৮৯২ খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলকাতায় বাড়ি ভাড়া করে ৭০০ টাকার মূলধন নিয়ে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্ক স্থাপন করেন।স্বদেশী আন্দোলনের সময় দেশীয় পণ্যে উৎপাদনের জন্য এই সমস্ত আগে তৈরি করা হয়েছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অবহেলা ও বঞ্চনার রুগ্ন শিল্পের আকার নেয় , গতবছর এই কেন্দ্রের বিজেপি সরকার বেঙ্গল কেমিক্যালস এর বেসরকারি করনের সিদ্ধান্ত নেয়। শুরু হয় বেঙ্গল কেমিক্যাল কে বাঁচাতে আন্দোলন ।
সময় বদলেছে বদলেছে পরিস্থিতিও আজ সারাবিশ্ব করোনা মহামারীর দাপটে ঘর বন্দী হয়ে আছে । এমন সময় এবার সেই বেঙ্গল কেমিক্যাল বাঁচাতে পারে পৃথিবীর কোটি কোটি মানুষের প্রান ।
চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। এমনকি পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আজ ভারতের কাছে এই ওষুধ চাইছে এবং প্রচ্ছন্নভাবে ট্রাম্প হুমকি দিচ্ছেন ভারত যদি না দেয় তাহলে পরিণতি ভালো হবে না । কিন্তু কোথায় তৈরি হবে এত হাইড্রক্সিক্লোরোকুইন ?
কেবলমাত্র পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বেঙ্গল কেমিক্যাল পারে ব্যাপকহারে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করতে । এই বিপদের সময় পৃথিবীর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের বিক্রিকরতে বসা সংস্থা বেঙ্গল কেমিক্যাল । প্রফুল্ল চন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল পারে পৃথিবীর কোটি কোটি মানুষের প্রান বাঁচাতে ।