আব্দুল মোমেন, কলকাতা,
১)এ্যাডমিনিষ্ট্রেশন ( পুলিশ ও প্রশাসন)
ঘুষ ছাড়া প্রশাসনিক কাজ হয়না। আইনের রক্ষকরা ঘুষ ছাড়া কোন কাজই করেনা। আবার ঘুষের কাছে অবৈধ: বৈধতা পেয়ে যায়।
২)লেজিসলেটিভ (আইনপ্রণেতা)
টাকা ও পদের বিনিময়ে বিধায়ক সাংসদরা মুড়ি মুড়ির মত বিক্রি হচ্ছে।
৩)বিচার বিভাগ (আদালত)
প্রথম দুটোর থেকে নিরাশ হয়ে জনগণ বড় আশা নিয়ে সুবিচার পাওয়ার নিশ্চিত আশা নিয়ে মেয় লর্ড বলে প্রার্থনা জানায় আদালতের কাছে। কিন্তু সেখানেও এসে দেখে অনেক আগেই বিক্রি হয়ে আছে আদালতের ইনসাফ দাতা।
৪) ফ্রি প্রেস (স্বাধীন সংবাদমাধ্যম)
পরিশেষে ছুটে যায় সংবাদমাধ্যমের কাছে। সংবাদ মাধ্যম নিশ্চয়ই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার হিসেবে সঠিক লড়াইটা দেবে।
কিন্তু দেখা যায় সংবাদ মাধ্যমও তার ধর্মচ্যুত হয়ে বসে আছে। নিজেকে কারো না কারো নিকটে গচ্ছিত রেখে।
#তাহলে কি গণতন্ত্র নামক শক্তপোক্ত কাঠামোটা খাড়া আছে? সকলের থেকে বিস্তারিত মতামত চাইছি।।