শারদ উৎসবের ধুনুচি গন্ধে যখন আকাশ বাতাস মুখরিত,
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণ যখন আমাদের বিশেষ মাহোলে আচ্ছন্ন করেছে --
উৎসুক হয়ে জিগ্যেস করলাম - কি বই বিক্রি করছ? এই তো বিদ্যাসাগর, শরৎচন্দ্র, নেতাজী, ভগৎ সিং , মার্ক্স, এমনকি কমরেড শিবদাস ঘোষেরও বই আছে।
-- শিবদাস ঘোষ কে? -
- ইনি এস ইউ সি আই (সি) দলের প্রতিষ্ঠাতা, - ইনার চিন্তায় তো আমরা ছাত্র যুবকরা লড়াই করছি-- তোমাদের প্যান্ডেলে যেতে ইচ্ছে করে না? নিশ্চয়ই! আমরা দশমীতে বিকালে সব্বাই মিলে একসাথে যাব। -- ---
কথা গুলো শুনতে শুনতে অতিতের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি রোমন্থন করলাম। --- ঠিকই তো এইভাবেই একদল মানুষ সবসময় দেশের প্রগতির ঝান্ডা বহন করে চলবে__
নতুন পোশাক পরিধান করে প্যান্ডেলে প্যান্ডেলে যখন চলছে মানুষের ঢল --- তার মধ্যে পশ্চিম বঙ্গ তথা হাওড়া জেলায় বিভিন্ন স্টেশন ও গঞ্জে চোখে পড়ে এক ভিন্ন চিত্র --- একদল কিশোর থেকে বৃদ্ধ আদর্শ প্রচারের উদ্দেশ্যে বুক স্টলে বিক্রি করছে বিভিন্ন মনীষী ও দার্শনিকদের পুস্তক।
এমনকি বাবা - মাদের হাত ধরে পূজোর যাদের বায়না ধরার কথা খেলনা কেনার জন্য সেই ছোটো ছোটো ছেলে মেয়েরাও বায়না ধরছে বই কেনার জন্য।
দেউলটি, ঘোড়াঘাটা, বাগনান, উলুবেড়িয়া, বাউড়িয়া, আন্দুল, বেলুড় সহ বিভিন্ন স্টেশন ছাড়াও হাওড়া জেলার বিভিন্ন গঞ্জে এস ইউ সি আই (সি) দলের উদ্যোগে চার দিন ব্যাপী বুক স্টল হয়।