রক্তদানে মোহনবাগান, বালিটিকুরিতে নবজাগরণ


নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   
মোহন বাগান ফ‍্যান্স ক্লাবের বিজয় উৎসব তৎসহ রক্তদান শিবিরের  আয়োজন করলেন মোহন বাগানের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজ সেবি অসিত কুমার চট্টপাধ‍্যায়। 



শুক্তবার রবি ঠাকুরের জন্মদিনে হাওড়া বালিটিকুরী নব জাগরণ সংঘ ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন বাগানের সচিব দেবাশীষ দত্ত সহ মোহনবাগানের এক ঝাঁক কর্মকর্তা। গণবিবাহ, গণ উপনয়ন সহ সমাজ সেবা মুলক বিভিন্ন কাজের জন‍্য অসিত বাবুর ভুয়ো প্রশংসা করেন মোহন বাগান সচিব।




 ১০মে গণবিবাহ ও ৩১ মে গণ উপনয়নে মোহন বাগানের সহ সভাপতি অসিত চট্টপাধ‍্যায় সকলকে আমন্ত্রন জানান।
 
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com