নিজস্ব প্রতিবেদক:শ্যামপুর
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ মিছিল।
শুক্রবার বিকেলে বেলপুকুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের সামনে থেকে খাড়ুবেড়িয়া ধর্মতলা মোড় পর্যন্ত জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ একাধিক বিষয়ের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ধর্মতলার এক জনসভায় কেন্দ্রীয় সরকারের নিত্যপ্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদ ,এল পি জি গ্যাসের দাম বৃদ্ধি,ওয়াকফ এ্যামেন্ডমেন্ড বিলের প্রতিবাদে সকলেই বক্তব্য রাখেন।
রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরন করে চলেছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করে চলেছে। তিনি বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে জানান।
বিধায়ক কালীপদ মন্ডল বলেন শ্যামপুর এলাকায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে,
জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন শুভেন্দু অধিকারী যদি কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে যায় তাহলে দিদি ক্ষমা করে দেবেন।
প্রতিবাদ মিছিলে হাঁটেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য,
হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হাওড়া।
জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা।
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল , তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের খান ,
তৃণমূল কংগ্রেসের নেতা দীপক দাস, পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া, সুদীপ বেরা, শান্তি রঞ্জন মাইতি,প্রশান্ত দাস, নবকুমার সাঁতরা সহ একাধিক নেতৃবৃন্দ।