ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ফল প্রকাশ

  


 


নিজস্ব প্রতিবেদক; উলুবেড়িয়া 
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরাম আয়োজিত ট্যালেন্ট হান্ট ২০২৪ এর আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হল। উলুবেড়িয়া ১ নং ব্লকের কনফারেন্স রুম এ অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ টিচার্স ফোরাম এর সমস্ত সদস্য। উল্লেখ্য, গত বছর ২৯শে সেপ্টেম্বর উলুবেড়িয়া ১ নং ব্লকের অন্তর্গত ৯টি অঞ্চলের বিভিন্ন সরকারী প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ২০০০ ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। 





প্রায় সাত মাসের মাথায় এই ট্যালেন্ট হান্ট এর ফল প্রকাশ অনুষ্ঠান ঘিরে স্বভাবতই উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পরার মত। ফোরামের সম্পাদক সঞ্জিত কুমার ভৌমিক ফল প্রকাশ করার সময় জানান মোট ১৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২৫ জন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে যারা প্রত্যেকেই শংসা পত্র ও মেডেল সহ পুরস্কৃত হবে। প্রথম থেকে দশম শ্রেণির শ্রেণি ভিত্তিক বিস্তারিত ফলাফলও জানানো হয়।





 ৫৬.৬১% এই সাফল্যের হারে ফোরামের শিক্ষক সদস্যেরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। ফোরামের সভাপতি কিংকর মন্ডল আগামীদিনে এই পরীক্ষাকে আরও বেশি গ্রহণযোগ্য ও আরও ছাত্র ছাত্রীর অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য এক সুচারু রূপরেখা তুলে ধরেন। তিনি জানান," এ বছর থেকে আরও ব্যাপ্ত ও সুপরিকল্পিত ভাবে এই ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার গুনগত মান আরও উন্নত করায় আমাদের লক্ষ্য। 




গতানুগতিক পড়াশোনার বাইরে সাধারণ জ্ঞান, কম্পিউটার, নিজের জেলা বা কারেন্ট এফেয়ার্স এর মত বিষয়েও যাতে ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ে, তাই এই বিষয়গুলকেও এ বছর থেকে পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।" ফোরামের সদস্য শিক্ষকেরা তাদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ দেন এই সভাতে।




 সংগঠনের প্রধান আহ্বায়ক মহ ফিরোজ জানান," এ বছর থেকে যাতে আরও সুপরিকল্পিত ভাবে ও সময়মতো সমস্ত কিছু শেষ করা যেতে পারে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।





 একটা সুষ্ঠু স্বচ্ছ ও গুণমান সম্পন্ন পরীক্ষায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করানোয় আমাদের প্রধান লক্ষ্য। কী ভাবে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কাছে তারই একটা ব্যবস্থাপনার প্রচেষ্টা আমরা করে চলেছি। 


আশা করি আগামী দিনে আরও সাফল্যের সাথে আমরা এই ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত করতে সফল হবো।"
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com