নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
সেখানে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন দরিদ্র মানুষ । আছেন স্পেশালিস্ট চিকিৎসকরা । স্বাস্থ্য পরীক্ষায় কিছু শরীরে ব্যধি থাকলে কিংবা আগে চিকিৎসায় কোনও রোগ থাকলে আয়োজোকদের উদ্যোগেই তাদের ভর্তি করা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করানো হচ্ছে ।
এমনকি সেখানে ওষুধ থেকে শুরু করে অন্যান্য খরচও বহন করছে এই সংগঠন । এই অভিনব স্বাস্থ্য পরীক্ষায় অবাক হাওড়ার সাঁত্রাগাছি এলাকার মানুষ । স্বেচ্ছাসেবী এই সংগঠনের নাম সেবার আলো।
বৃহস্পতিবার সকালে হাওড়ার সাঁত্রাগাছি ২ নম্বর সুলতানাপুরের বোকো পাড়ায় অনুষ্ঠিত এই ভিন্ন অনুষ্ঠান । এদিন এখানে প্রায় একশো জনের স্বাস্থ্য পরীক্ষা ও আশি জনের চক্ষু পরীক্ষা হল। এখান থেকেই রোগীদের হাসপাতাল কিংবা নার্সিংহোমে বিনাব্যয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হল। সংগঠনের প্রতিষ্ঠাতা তথা সর্বভারতীয় প্রধান সম্পাদক শেখ মোবারক জানান, শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, গরীব ছাত্র ছাত্রীদের বিনাব্যয়ে পড়ানো ও পড়ানোর সামগ্রী দেন তাঁরা ।
তিনি বলেন এই সংগঠনে ডাক্তার, উকিল ও পুলিশ কর্মীরাও আছেন। এই সংগঠন কোনও রাজনৈতিক দলে নেই। বিভিন্ন সামাজিক মানুষ তাঁদের আর্থিক সাহায্য করেন। সেই টাকাতে বিনাব্যয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাও তাঁরা দেন। এই তিনমাসে তেত্রিশ জন রোগীকে তাঁরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে নিজেদের পয়সায় চিকিৎসা করিয়েছেন বলে তিনি জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মহম্মদ সেলিম, কোষাধ্যক্ষ শাকিলা বিবি ও চিকিৎসক এমডি সাজিদ প্রমুখ।