অভাব অনটনের সংসারে চিকিৎসক হবার স্বপ্ন নাসরিনা খাতুনের,





এম এ মনু, উলুবেড়িয়া,
এবছর মাদ্রাসা বোর্ডের (মাধ্যমিক) পরিক্ষায় চেঙ্গাইল হাই মাদ্রাসার সর্ব উচ্চ নম্বর ৬০৯ পেয়ে চিকিৎসক হবার স্বপ্ন দেখছে অতি সাধারণ পরিবারের নাসরীনা খাতুন, গৃহ শিক্ষক বলতে পাড়ার কোচিং সেন্টারে একগাদা পড়ুয়াদের সঙ্গে পড়াশোনা করে, একরকম নিজের প্রচেষ্টায় নাসরিনার বিষয় ভিত্তিক নাম্বার - বাংলা -৮২, ইংরেজি -৭৩, গণিত -৬১, ভৌত বিজ্ঞানে -৭৫, জীববিজ্ঞান,-৮৭, ইতিহাস -৭৮, ভূগোল - ৬৭, ইসলাম ইতিহাস -৯০, আরবি -৮০, বায়োলজি - ৪২,  স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক হোসেন সরদার জানালেন যে সমস্ত ছাত্র ছাত্রী ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানাই, কিন্তু সার্বিক ভাবে ছাত্র ছাত্রীদের ফলাফল আরো ভালো প্রত্যায়শা করেছিলাম।







 শিক্ষক সেখ ইন্তাজ জানালেন, 'নাসরিনা খাতুন খুব ভালো কিন্তু অঙ্কে কম নম্বর কেন হলো? অবাক হলাম,'রোজ আট ঘণ্টা পড়াশোনা ফাঁকে ছয় বছরের ছোট ভাইকে নিয়ে সংসারে কাজে মাকে সাহায্য করা, মা , মসকুরা বেগম, মেয়ের সাফল্যের খুশি হয়েও ভালো স্কুলে ভর্তি করতে অপারাগ, বুড়ি খালি হাইস্কুলে ভর্তি হবার সিদ্ধান্ত নিয়েছে ,অভাব অনটনের সংসারে চিকিৎসক হবার স্বপ্ন কীভাবে পূরন করবে, বাবা নূরুল ইসলাম, স্থানীয় জুট মিলের শ্রমিক,


 দীর্ঘদিন শারীরিক অসুস্থতা ভুগছেন, এখন করে জুট মিলের অচল অবস্থা,  সব মিলিয়ে আর্থিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে ব্যায়বহুল ডাক্তারি পড়া ? কীভাবে সম্ভব, চিন্তায় ঘুম আসে না, নাসরিনার চিকিৎসক হবার স্বপ্ন কী স্বপ্ন থেকে যাবে? দারিদ্রতাকে সঙ্গে নিয়ে সফলতার লক্ষ্যে কঠিন যুদ্ধ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com