পশ্চিম বাংলা আজও সম্প্রিতির পীঠস্থান

বিশেষ প্রতিবেদন 
বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটির চারুকলা স্কুলের পাশে সম্প্রিতির এক নিদর্শন দেখা গেল। যখন দেশের এক প্রান্তে সাম্প্রদায়িকতার বিষে বিষময় হয়ে পড়েছে তখন বাংলার এক প্রান্তে সেকুলারিজমের বার্তা দিচ্ছেন দুই সম্প্রদায়ের "টিম আমরা সবাই"।

এ ক ছাদের তলে দুই সম্প্রদায়ের মানুষ এক সাথে থেকে বেড়ে ওঠা, ভেদাভেদ হবেই বা কেন। একজন পুরোহিত দিয়ে গিতা পাঠ করালেন আর একজন হাফেজ সাহেব দিয়ে কোরানশরীফ পাঠ করালেন। সুভাসিষ ব্যানার্জি,ও সেখ আব্দুল মতিন,শ্যামল মালিক,আতিকুল সেখ, এদের প্রত্যেকের মনটা খুব উদার।পুরহিত সঞ্জয় ব্যানার্জি,গিতা পাঠ করছেন, হাফেজ আব্দুল মোমেন, আবু আফজাল,কোরআন শরীফ পাঠ করলেন।সেখ আব্দুল মতিন -বলেন বাংলাতে আমরা সকলে মিলে মিশে আছি আগামী দিনে ও থাকতে চাই। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না=বলেন "লাকুম দিনুকুম অলেইয়াদিন" আলকুরআন। অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করুন কেউ কারো উপর জোর করে চাপিয়ে দিতে পারেনা।




এ ক শ্রেণীর মানুষ দাঙ্গা লাগাবার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে তবে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধর্ম বর্ন নির্বিশেষে তারা কখনোই অশান্তি চাইনা।দেশ বাসীর জন্য কল্যাণ কামনা করে হাফেজ আব্দুল মোমেন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com