হিন্দু মুসলমান নিয়ে সত্তর জোড়া গরীব যুবক যুবতীদের গণবিবাহ







নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
  হিন্দু মুসলিম জুড়ে সত্তর জোড়া যুবক যুবতীর বিয়ে। জৌতুক হিসেবে আছে খাট , আলমারী , বিছানা ও শুটকেশ। শুধু তাই নয় আছে অলংকারও। একই আকাশের নীচে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম । 


এমনই খোলা উন্মুক্ত আকাশ বিচরণ করলো শনিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুরিতে । সেখানে  একসঙ্গে হিন্দু পরিবারের ৬৫ জোড়া আর  মুসলিম পরিবারের ৫ জোড়া মানুষের বিবাহ হল। সম্প্রীতির মেরুরেখায় যেখানে মিলনের গন্ধ পাওয়া যায় সেই সুর বেজে উঠলো সেখানে। সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । 




শনিবার সন্ধ্যায় যার উদ্বোধন করেন রাজ্য মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য অরুপ রায় । এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগান ও মহামেডান ক্লাবের একঝাঁক ফুটবলার । এই সত্তর জোড়া গরীব যুবক যুবতীদের শুধু বিবাহ খরচ , অলংকার ও আসবাবপত্র প্রদান করা নয়, সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে তাঁদের পরিজনদের খাওয়ানো হল বালিটিকুরি তনুশ্রী ভবনে। প্রধান উদ্যোক্তা অসিত চ্যাটার্জি জানান, আজ থেকে বহু বছর আগে আমার বোনের বিবাহ অর্থের জন্য আটকে গিয়েছিল । এদিক ওদিক থেকে ধার করে বহু কষ্টে বোনের বিবাহ দিই। সেদিন মা বলেছিল আমাদের যা কষ্ট হয়েছে , তুই দেখিস যারা অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না তাদের পাশে দাঁড়াস। তাই আমি মায়ের নির্দেশ ৩২ বছর ধরে  পালন করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন পালন করবো বলে তিনি জানান ।  
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com