স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর ব্রাইট ফিউচার (এস বি এফ) হাওড়া জেলায় একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলো।
হাওড়া জেলার সোসাইটি অপলিফট মেণ্ট সেন্টার নিমদীঘি তে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই সংস্থাটি ভারতের ১৭টি রাজ্যে খুশিয়োঁ কে লিবাস নামে এই প্রকল্পটি পরিচালনা করছে, তার মধ্যে হাওড়া জেলা সেন্টার টি উদ্বোধন হলো ।
এ
ই অনুষ্ঠানটি পরিচালনা করেন এস বি এফ হাওড়া জেলার কনভেনর শাহনাওয়াজ খান এবং দিল্লি হেডকোয়ার্টার থেকে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর ডঃ আমির জামাল সাহেব তিনি এই প্রকল্পের সম্পূর্ণ রূপরেখা প্রস্তুত করেন এবং উপস্থিত সকল অতিথি বৃন্দকে এই প্রকল্প সম্পর্কে অবহিত করেন।
হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।তিনি খুশিওঁ কে লিবাস প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করেন। তিনি ঘোষণা করেন, এই প্রকল্পের আওতায় হাওড়া জেলার অভাবী পরিবারগুলিকে শনাক্ত করে প্রায় ৫০০ জোড়া নতুন পোশাক দেওয়া হবে। কীভাবে আমরা এই প্রকল্পটি প্রতিটি অভাবী ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারি তা ব্যাখ্যা করেন ,এই প্রকল্পটি পুরো হাওড়া জেলা প্রতিটি এরিয়া কোরের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। এর সাথে তিনি আরও জানান যে হাওড়া জেলায় এস বি এফ এর ১০টি এরিয়া কোর রয়েছে যার মাধ্যমে এই প্রকল্পের কাজ করা হবে যাতে প্রতিটি বাড়ির প্রতিটি অভাবী পরিবার এই প্রকল্পের সুবিধা নিতে পারে। পুরো প্রকল্প এর পি পি টি প্রজেক্টর এর সাহায্যে দেখানো হয় এবং এক পর্যায়ে বিশিষ্ট মানুষদের নিয়ে খুশিও কে লিবাস পোষ্টারের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের হাওড়া জেলা সভাপতি ডাক্তার নুর আহমদ মোল্লা সাহেব ,তিনি এই সংস্থার সাথে সম্পর্কিত সকল প্রকল্পের প্রশংসা করেন এবং বলেন যে তিনি সর্বদা এই সংস্থাকে সমর্থন করবেন এবং বলেন সংস্থাটি সময়ে সময়ে এমন প্রকল্প পরিচালনা করে যা অনেক পরিবারের উপকার করে।
অনুষ্ঠানে উপস্থিত কলকাতা জোনের কনভেনর সেখ মহ আরিফুল্লা সার্বিক তত্ত্বাবধান করেন। পুরো সেমিনার হল হাওড়া জেলা ভলেন্টিয়ার কর্তৃক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে উদ্ধার ,ত্রাণ ও বিভিন্ন সমাজসেবা কার্যক্রমের ছবি ফ্লেক্স এর মাধ্যমে টাঙানো ছিল যা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। হাওড়া জেলার প্রায় ২০ জন ভলেন্টিয়ার প্রোগ্রামে উপস্থিত ছিলেন।