মাধ্যমিকে জেলার সেরা শ্যামপুরের দেবারতি

নিজস্ব প্রতিবেদক : শ্যামপুর
শুক্রবার প্রকাশিত হলো ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা ফলাফল, প্রকাশিত ফলাফল অনুযায়ী হাওড়া জেলা থেকে সর্বোচ্চ নং ৬৮৫ পেয়ে প্রথম হলো শ্যামপুর দ্বারকানাথ বালিকা বিদ্যানন্দ বিদ্যামন্দিরের দেবারতি মাজী। মাধ্যমিক পরীক্ষায় এই ফলাফলে খুব খুশি দেবারতি মাজীর পরিবার ও বিদ্যালয়ের সকল শিক্ষিকাগন ও সহপাঠী বৃন্দ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিল্পা ঘোষাল বলেন যে এই সাফল্যে তিনি উচ্ছসিত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৌশিক পাল বলেন সকল শিক্ষিকার দীর্ঘ প্রচেষ্টায় এই সাফল্য। অপরদিকে জয়নগর নষ্করপুর এবং সি হাইস্কুলের ছাত্র অন্বেষা মান্নার প্রাপ্ত নম্বর ৬৭৬, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ প্রামাণিক বলেন বিদ্যালয়ের এবারের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো, অন্বেষা মান্না ছাড়াও সম্পদ দাস,সুমাল্য পাড়ুই,সৌম্যদীপ জাসুর প্রাপ্ত নম্বর ৬৫০এর উপর। বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন এবারের এই বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী পাশ করেছে যা গর্বের বিষয়, তিনি সকল উত্তীর্ণদের শুভেচ্ছা জানান এবং আগামী দিনে আরো উচ্চশিক্ষা লাভের জন্য কামনা করেন। উল্লেখ্য শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ এর ফল প্রকাশ করা হয়।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com