উলুবেড়িয়া-১নং ব্লকের হাটগাছা-১ নং গ্রাম পঞ্চায়েতের লোহানগর মৌজায় উলুবেড়িয়া-১ নং নম্বর ব্লক প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে বেদখল হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি অবশেষে জবরদখলমুক্ত হল।
হাটগাছা-১নং গ্রাম পঞ্চায়েতের লোহানগর মৌজায় অবস্থিত EC No. 4303 নম্বর খতিয়ানের জমিটি দীর্ঘদিন 'ওয়াকফ-এ-আওলাদ' সম্পত্তি হিসেবে বিবেচিত এবং গোলাম এজদানের নামে রেকর্ডভুক্ত ছিল।
কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ওই জমি জোরপূর্বক দখল করে সেখানে মাটি ফেলে জমির অবস্থান ও প্রকৃতি পরিবর্তনের চেষ্টা করতে থাকে। এই ঘটনাটি ওয়ারিশগণের নজরে এলে তাঁরা উলুবেড়িয়া ১নং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।
ব্লক প্রশাসনের তরফে ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এইচ. এম. রিয়াজুল হক ঘটনার গুরুত্ব বিবেচনা করে ব্লক আধিকারিক মোঃ আইয়ুব আলী ও বিএলএলআরও অফিসের প্রতিনিধিদের সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলে পাঠান, এবং সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা মিললে, প্রশাসনের তৎপরতায় দ্রুত ওই সম্পত্তি জবরদখলমুক্ত করা হয়।
ওয়াকফ সম্পত্তি রক্ষায় এই পদক্ষেপের জন্য প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দা