আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন উলুবেড়িয়ার বিডিও




নিজস্ব প্রতিবেদক:উলুবেড়িয়া, ২৯ এপ্রিল:


মঙ্গলবার উলুবেড়িয়া-১ ব্লকের হিরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি আহত লক্ষ্মীপেঁচা  উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক।



আহত পেঁচাটি প্রথমে গ্রামবাসীদের নজরে আসে, যারা তাৎক্ষণিকভাবে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানান। পঞ্চায়েতের এক কর্মী পেঁচাটিকে উদ্ধার করে ব্লক অফিসে নিয়ে আসেন। এরপর বিডিও নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এবং পেঁচাটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।



চিকিৎসার পর বিডিও নিজে ব্যক্তিগতভাবে আহত পেঁচাটিকে বন দপ্তরের হাতে তুলে দেন, যাতে সেটির যথাযথ সেবা ও পুনর্বাসন সম্ভব হয়। এই মানবিক উদ্যোগে বিডিওর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয়া মুনমুন সাউ।


শ্রী হক জানান, “প্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। প্রশাসনের তরফে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই ঘটনাটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।




---
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com