শ্যামপুরের স্কুলে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা:



 
জী প্রদীপ,

শ্যামপুর এক ব্লকের  শ্যামপুর দক্ষিণ চক্রের অন্তর্গত শীতলপুর প্রাথমিক বিদ্যালয়ে আজ পরিশ্রুত পানীয় জলের ফিল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।



 বর্ষশেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক খাড়ুবেড়িয়া শাখার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত দাস।পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গোবিন্দপুর সি এস পির দায়িত্ব প্রাপ্ত চিরঞ্জিত চক্রবর্তী বলেন, ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি বিভিন্ন  সামাজিক কাজকর্ম আমরা সি এস পির মাধ্যমে করে থাকি। 



বিদ্যালয়ে ছোটদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা তারই এক অঙ্গ। জলবাহিত রোগ এবং তার কবল থেকে রেহাই পাওয়ার নানান দিক নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শ্যামপুর দক্ষিণ চক্র শিক্ষা দপ্তরের কার্তিক বায়েন,পি এন বির সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অমিত কুমার সাহা ,অতনু জানা সহ আরো অনেকেই।  বিদ্যালয়ে পরিশ্রুত জলের ব্যবস্থা হওয়ায়  খুশির বন্যায় ভাসছে ক্ষুদে পড়ুয়ারা।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com