হৃদমাঝরে এবং বাউলানা ফোক ওয়েল ফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগ 'মা



 নিজস্ব সংবাদদাতা,হাওড়া: 


তাঁরা মা। তাঁরা নাড়িও। কিন্তু সমাজ কি তাঁদের সবসময় প্রকৃত সম্মান দিতে পেরেছে? পরিবারের সদস্যরা কি নিঃস্বার্থ এই মায়েদের ভালবাসার প্রকৃত মর্যাদা দিতে পেরেছে । 



উত্তর হল সর্বক্ষেত্রে না ? তাই সমাজের অনেক এই না পাওয়া মায়েদেরকে একমুঠো ভালবাসার স্পর্শ তুলে দিল তন্ময়, সুপ্রতিম,অভয় , রাজেস, অভয় , সৌম ও সৌরভরা। বৃদ্ধাশ্রমের   বৃদ্ধাবাস  বাগুইহাটিতে বসল এই ভালবাসা বিনিময় করার ও তাঁদের পাশে থাকার কার্যক্রম ।   এই বৃদ্ধাশ্রমের ২৫ জন মাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হল । হৃদমাঝারে ও বাউলানা ফোক ওয়েলফার সোসাইটির উদ্যেগে মা নামক সম্প্রতি  এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নয় , তাঁদের দেওয়া হল বুকভরা ভালবাসা ।    



 সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক  রাজেশ রজক   , 'হৃদমাঝরে'এর সাধারণ সম্পাদক তন্ময় দেয়াশী, উত্তর কলকাতা 'বাউলানা ফোক ওয়েল ফেয়ার সোসাইটি' এর সাধারণ সম্পাদক সুপ্রতীম চৌধুরী।এছাড়া 'হৃদমাঝরে'এই গ্রূপের বাকি সদস্যরা(সৌম্য দাস,অভয় সামন্ত,সৌরভ দেয়াশী,অরিত দাস,অঙ্কিত জাসওয়াল,লিপি চৌধুরী)এই ইভেন্টে উপস্থিত ছিল।



এই বৃদ্ধা মায়েদের হাতে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দিতে পেরে  'হৃদমাঝারে'গ্রূপের প্রত্যেক সদস্যরা খুবই খুশি । 
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com