উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে হাই মাস লাইট পরিদর্শন




নিজস্ব প্রতিবেদক,  উলুবেড়িয়া,

হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানী অন্চলে স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলির,তাঁর  বিধায়ক তহবিলের নতুন হাই মাস লাইট গুলো করা হচ্ছে তার পরিদর্শনে যান স্হানীয় বিধায়ক ইদ্রিশ আলি।সঙ্গে ছিলেন খলিশানী অন্চলের সভাপতি শ্রী গনেশ মন্ডল, পঞ্চায়েত সদস্য সেখ দুলাল মল্লিক, সেখ হাসানুজ্জামান ওরফে বাবু, তূনমুল কংগ্রেস নেতা শ্রী গৌর মন্ডল, শ্রী পঙ্কজ দাস, আনসারুল মল্লিক, সুকুমার দোলুই  প্রমুখ।


        বিধায়ক ইদ্রিশ আলি জানান, তিনি উপ নির্বাচনে জেতার পর দেড় বছরের মধ্যে এর আগেই উলুবেড়িয়া পৌরসভায় একটি বত্রিশ লক্ষ টাকার ট্রমা (ICU )ত্র্যাম্বুলেন্স উলুবেড়িয়া পৌরসভাকে দিয়েছি ।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় এবং হাওড়া জেলার গ্রামীণ সভাপতি বিধায়ক শ্রী পুলক রায়ের সহযোগিতায় এর আগে  (গত বছর )উলুবেড়িয়া পৌরসভাতে বিয়াল্লিশটি হাই মাস লাইট দেওয়া হয়েছে ।এ বছর উলুবেড়িয়া পৌরসভাতে কুড়িটা হাই মাস লাইট এবং রঘুদেবপুর অন্চলে আটটি হাই মাস লাইট এবং খলিশানী অন্চলে সাতটি হাই মাস লাইট দেওয়া হয়েছে ।সবজায়গার কাজ শুরু হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই আলো জ্বলবে ।
      


        
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com