বিশেষ সংবাদদাতা,উলুবেড়িয়া।
ব্রাহ্মণ বা পুরোহিতদের এক হাজার করে টাকা সাম্মানিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে কূনিশ ।দলিত সাহিত্য ত্র্যাকাডেমি গঠন এবং মতুয়া উন্নয়ন পর্ষদের পূন'গঠনের সিদ্ধান্তে সব মানুষের খুশি হওয়া উচিত ।হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের নয়নের মনি মমতা ব্যানার্জি, জিন্দাবাদ .বললেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী।
হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের যদুবেড়িয়াতে গতকাল সন্ধ্যায় তূণমুল কংগ্রেস আয়োজিত এক সভায় কথাগুলো বলেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি উক্ত সভায় তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপি কেন্দ্রে শাসনে আসার পর ভারতবর্ষের অথ'নীতি একেবারে দূব'ল হয়ে পরেছে ।
বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক মানুষের ব্যাংক একাউন্টে পনরো লাখ করে টাকা দেবে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের জায়গায়, বিজেপি নেতাদের কালো টাকা তিনি বিদেশে পাঠিয়েছেন ।বছরে দুকোটি বেকারদের চাকরি দেবার নামে ধাপ্পাবাজি করেছেন ।বিজেপি শাসিত রাজ্য গুলির অবস্হা যখন খুবই খারাপ তখন বাংলা দখলের স্বপ্ন দেখছেন বিজেপির নেতারা ।বিধায়ক ইদ্রিশ আলি বলেন ওদের স্বপ্ন কোনদিন সফল হবে না ।মমতা ব্যানার্জি যতদিন জীবত থাকবেন ততদিন বাংলার মানুষ তাকে মাথায় করে রাখবেন ।রাজ্য তূনমুল কংগ্রেসের 14ই সেপ্টেম্বরের কম'সুচী অনুযায়ী , বাংলাকে বাংলার অথ' দিতে হবে ।
বাংলাকে বন্চনা, লাঞ্ছনা করা চলবে না এই ইস্যুতে উক্ত প্রতিবাদ সভা হয়।উক্ত প্রতিবাদ সভায় বিজেপির বুথ সভাপতি সহ সত্তর জন বিজেপির নেতা / সক্রিয় কমী' গতকাল তূণমুল কংগ্রেসে যোগদান করে ।তাদের হাতে তূনমুল কংগ্রেসের পতাকা তুলে দেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।উক্ত সভায় উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর তথা বত'মান কো -অডি'নেটর নির্মল জানা, 29 নম্বর ওয়ার্ডের তূণমুল কংগ্রেসের সভাপতি অহিন সিংহ, জয়হিন্দ বাহিনীর নেতা রেজাবুল হক ওরফে চিতা সহ বহু মানুষ যোগদান করেন ।মহিলাদের উপস্থিতি ছিল চোখে পরার মত ।