Homeখবর প্রয়াত সঙ্গীত শিল্পী এন্ডো কিশোর Ab Banga News -Monday, July 06, 2020 দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর আজ দীর্ঘ রোগ ভোগের পর পরলোক গমন করেন,প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীত শিল্পী র গান দুই বাংলার মানুষের কাছে ছিল জনপ্রিয়,বাংলাদেশের রাজশাহী তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।