পঁয়ত্রিশ তম বার্ষিক ওরশ মোবারকের প্রস্তুতি এখন তুঙ্গে,,,,,,,,,,



এবি বঙ্গ নিউজ,,,, বাবু হক,,,,, 

হাওড়া জেলার বাগনান থানার বইনান গ্রাম পঞ্চায়েতের,খাজুট্টি গ্রামে অবস্থিত,খানকাহ্ এ কাদেরীয়া এ হুসায়েনীয়া খানকাহ্ শরীফে,

চৌঠা চৈত্র, আঠারো মার্চ বুধবার, বাদ মাগরিব, পঁয়ত্রিশ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।খানকাহ শরীফের ভক্ত,শিষ্য,মুরিদান, মেহমান, দর্শনার্থী, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে আসবেন পবিত্র ওরশ মোবারকে,বাগনান স্টেশন থেকে ছয় নম্বর জাতীয় সড়ক হয়ে উত্তর দিকে।

 বিশ্বের বিভিন্ন স্থানের আলেম ওলামায়ে কেরাম, ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ, হাদীস শরীফ, পীর, ফকির, দরবেশ,ওলী আউলীয়া র অলৌকিক ক্ষমতা ও ঘটনা সম্পর্কে আলোচনা করবেন।

 উপস্থিত সকলকে তাবারুক দেওয়া হবে। পবিত্র ওরশ মোবারকে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। সৈয়দ আরেফ শাহ্ আল্ কাদেরী আল্ হাসায়নী আল্  হুসায়েনী পীরনগরী আঃ এর স্মরণে, পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।




 সৈয়দ আরেফ শাহ্ আল্ কাদেরী আল্ হাসায়নী আল্ হুসায়েনী পীরনগরীর তত্ত্বাবধানে ওরশ মোবারক অনুষ্ঠিত হবে বলে জানা যায়। হাজারো লাখো ভক্তের সমাগম ঘটবে বলে জানা গেছে।

 সকলের শিক্ষা সচেতনতা বৃদ্ধি, সুখ শান্তি মঙ্গল সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এগিয়ে চলুক কার্যক্রম সকলের সহযোগিতায়।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com