ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, উলুবেড়িয়া,




নিজস্ব প্রতিবেদক, 

উলুবেড়িয়া, হাওড়া, 



উলুবেড়িয়ার  তপনা অঞ্চলের উত্তর দোড়ল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, 

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কেরাত, 

ইসলামিক কুইজ,গজল সহ বয়স ভিত্তিক প্রতিযোগিতা, 




এই প্রতিযোগিতা র বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলম দেওয়ান,


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...