উত্তর ২৪ পরগনার অন্তর্গত গোপালপুর মোড়ে জামিয়া রহমানিয়ার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক ঈসালে সাওয়াব অনুষ্ঠিত হয়।




উত্তর ২৪ পরগনার অন্তর্গত গোপালপুর মোড়ে জামিয়া রহমানিয়ার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক ঈসালে সাওয়াব অনুষ্ঠিত হয়। 




উক্ত ঈসালে সাওয়াবের তৃতীয় দিনে সিরাতের রাজ্য সম্পাদক ও বড়গাছিয়া আদর্শ হাই মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান সাহেব বক্তব্য রাখেন।

 বক্তব্য রাখতে গিয়ে তিনি জামিয়ার প্রাণপুরুষ ডিরেক্টর মুফতি আব্দুল কাইউম ও মুফতি আব্দুল মাতিন সাহেবের ভুয়সী প্রশংসা করে বলেন, আমার মতো অধমকে এতবড় পুত পবিত্র দীনি মজলিসে আমন্ত্রণ করায় আমি কৃতজ্ঞ।

 এই প্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত। 




বিভিন্ন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করে দেশের সুনাগরিক তৈরি করা ও ইহলৌকিক - পারলৌকিক জীবনের পথকে সুগম করার ব্রতী নিয়ে কাজ করছেন। সুস্থ সমাজকে উপহার দিচ্ছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com