মূশি'দাবাদ জেলার ভগবানগোলাতে তূনমুল কংগ্রেস মহিলা সেলের সম্মেলনে আওয়াজ উঠলো খেলা হবে, খেলা হবে ।



আজ 25শে মাচ' বৃহস্পতিবার, মূশি'দাবাদ জেলার ভগবানগোলাতে তৃণমূল কংগ্রেস মহিলা সেলের এক বিশাল সম্মেলন অনুষ্টিত হলো ভগবানগোলার দু ব্লকের কার্যালয়ের সামনে।




      ভগবানগোলার তূনমুল কংগ্রেস প্রার্থী ইদ্রিশ আলি তাঁর ভাষণে বলেন , এবার বিধানসভা নির্বাচনে ভগবানগোলা সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মহিলারা বেশি বেশি করে রাস্তাই নামছে ।সকল মহিলাদের একই আওয়াজ আমরা মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন " খেলা হবে, উন্নয়নের খেলা হবে ।ইদ্রিশ আলি আরও বলেন, ভগবানগোলাতে তূনমুল কংগ্রেস মহিলা নেত্রী কমী'বৃন্দরা প্রতিদিন বাড়িতে বাড়িতে যাচ্ছে ।



এমন কি দু এক জায়গাতে মহিলারাও দেওয়াল লিখেছেন ।তিনি আরও বলেন ভগবানগোলাতে তূনমুল কংগ্রেসের নেতা নেত্রীরা খুব ভালো কাজ করছেন ।উন্নয়নের বাতা' প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ।তিনি আরও বলেন, ভগবানগোলার মানুষরা খুব সহজ-সরল মানুষ ।জননেত্রী মমতা ব্যানার্জিকে মন থেকে শ্রদ্ধা করে ।



এখানে সাংসদ অভিষেক ব্যানার্জি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পয'বক্ষক তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের প্রচুর ফ্যান আছে ।ইদ্রিশ আলি আরও বলেন মূশি'দাবাদ জেলার সভাপতি সাংসদ আবু তাহের খান ও ভগবানগোলার প্রতি সবসময়ই নজর রেখেছেন।ভগবানগোলা নন্দীগ্রাম সহ এবার বিধানসভা নির্বাচনে দু শো এর বেশী আসনে জয়ী লাভ করবে তৃণমূল কংগ্রেস ।
      ভগবানগোলার দু ব্লকের সভাপতি শিক্ষক আব্দুর রৌফ বলেন, এই ব্লকের মহিলা কমী'রা দলের হয়ে খুব ভালো কাজ করছেন ।
        মহিলানেত্রী জয়ন্তী সরকার বলেন, আমরা মহিলারা জননেত্রী মমতা ব্যানার্জির জন্য প্রাণ দিতে প্রস্তুত ।



  প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মহম্মদ  বলেন, ভগবানগোলার মাটি মমতা ব্যানার্জির মাটি, তূনমুল কংগ্রেসের জয় অবশ্যস্মভাবী।তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেন ।
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমা বিবি, তুজমা বিবি,সেলিনা বিবি,সুখী বিবি প্রমুখ ।
           
             
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com