হাওড়া জেলা গ্ৰামীন বিজেপি তফশীলি মোর্চার সাংবাদিক বৈঠক

বাবু হক, উলুবেড়িয়া,হাওড়া

হাওড়া জেলা গ্রামীণ বিজেপির তফশীলি জাতী ও উপজাতি,ওবিসি মোর্চার পক্ষ থেকে আজকে উলুবেড়িয়ায় দলীয় কার্যালয় মনষাতলায় জেলা কার্যালয়ে মোর্চার সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।


 বৈঠকে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল।

 কেন্দ্রীয় সরকার বিশেষকরে তফশীলি জাতী, উপজাতি ও ওবিসিদের জন্য বাজেট বরাদ্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।
 যাতে ঠিক ঠাক ভাবে তার সকল সুযোগ-সুবিধা সু নিশ্চিত করা যায় ও তফশীলি জাতী ও উপজাতি, ওবিসি সম্প্রদায়ের মানুষ জন  উপকৃত হবেন তা দেখতে হবে মোর্চার নেতাকর্মীদের।


 প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজীকে আন্তরিক গৌরিক অভিনন্দন জানান।

 রাজ্যে বিজেপির সরকার গঠন কেবল মাত্র সময়ের অপেক্ষা বলে দাবি করেন।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com