হাওড়ার বালিটিকুরীতে সদানন্দ স্মৃতি সংঘের ফুটবল প্রতিযোগিতা,

হাওড়া




 হাওড়ার বালিটিকুরীতে সদানন্দ স্মৃতি সংঘের পরিচালনায় একটি আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি অরুপ রায়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন শিবপুর কেন্দ্রের বিধায়ক জুট লাহিড়ি ও জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

সংঘের যুগ্ম সম্পাদক সৌমেন ব্যানার্জি ও তপন নন্দী জানান, টুর্নামেন্ট শুরু হবে আগামী 9 ফেব্রুয়ারি।




হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবেন।সংগঠনের যুগ্ম ক্রীড়া সম্পাদক রঞ্জন দেয়াশী ও বিপ্রজিৎ সরকার জানান, হাওড়া জেলার বিভিন্ন জনপ্রিয় খেলোয়াড়দের দেখা যাবে এই টুর্নামেন্টে।

সংঘের সভাপতি তমাল পাল ও টুর্নামেন্টের উপসমিতি সভাপতি শুভাশিস পাল জানান, সমগ্র টুর্নামেন্ট ও প্রতিটি খেলায় থাকছে নানা আকর্ষণীয় পুরস্কার।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com