বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হল ছাত্র যুব উৎসবের।

মালদা ২১ জানুয়ারিঃ

 বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হল ছাত্র যুব উৎসবের। রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কালিয়াচক-‌২ নং ব্লকে সোমবার ছাত্র যুব উৎসবের সূচনা হয়।




 উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে প্রথম দিন প্রদীপ  প্রজ্জ্বলনের  মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সূচনা করেন  স্হানীয় বিধায়ক সাবিনা  ইয়াসমিন। ছিলেন জেলা পরিষদের দুই সদস্য জোছনারা নাওয়াজ ও চম্পা মন্ডল।

 উপস্থিত ছিলেন কালিয়াচক-‌২ নং ব্লকের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, বিডিও  সঞ্জয় ঘিষিং প্রমুখ। মঙ্গলবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। এদিন বিভিন্ন বক্তার বক্তব্যর পাশাপাশি  ছাত্র ছাত্রীদের  বিজ্ঞান চর্চা,  খেলাধুলা, সাহিত্য-‌সংস্কৃতি , যুব শক্তির  প্রতিভার বিকাশ ঘটাতে নানা ধরনের কর্মসূচি  ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুলত ছাত্র ছাত্রীদের  বিভিন্ন বিভাগে   রবীন্দ্র, নজরুল সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন,  নৃত্য  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 বিজয়ী প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন বিচারক উদয়শংকর দাস, মলিনা দাস, গোবিন্দ শিকদার, ভীম চন্দ্র সরকার। কালিয়াচক দুই নং ব্লকে র ছাত্র যুব উৎসব কমিটির মন্ত্রী প্রতিনিধি তহিদুর রহমান জানান ," যুবশক্তিকে  উজ্জীবিত  করতে মমতা ব্যানার্জি   প্রতিবছর ছাত্র ও ছাত্রী দের  এই যুব মেলার আয়োজন করে।

 প্রতিটি  গ্রামের  প্রতিটি কোন থেকে  যুবা প্রতিভা  অন্বেষন করাই এই উৎসবের প্রধান  লক্ষ্য। মোথাবাড়ি  যুব উৎসব খুব প্রনবন্ত ও উজ্জ্বল  ভাবে সম্পন্ন করা হয়েছে।"রেজাউল করিম-‌বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হল ছাত্র যুব উৎসবের। রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কালিয়াচক-‌২ নং ব্লকে সোমবার ছাত্র যুব উৎসবের সূচনা হয়। উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে প্রথম দিন প্রদীপ  প্রজ্জ্বলনের  মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সূচনা করেন  স্হানীয় বিধায়ক সাবিনা  ইয়াসমিন। 

ছিলেন জেলা পরিষদের দুই সদস্য জোছনারা নাওয়াজ ও চম্পা মন্ডল। উপস্থিত ছিলেন কালিয়াচক-‌২ নং ব্লকের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, বিডিও  সঞ্জয় ঘিষিং প্রমুখ।

 মঙ্গলবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। এদিন বিভিন্ন বক্তার বক্তব্যর পাশাপাশি  ছাত্র ছাত্রীদের  বিজ্ঞান চর্চা,  খেলাধুলা, সাহিত্য-‌সংস্কৃতি , যুব শক্তির  প্রতিভার বিকাশ ঘটাতে নানা ধরনের কর্মসূচি  ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 মুলত ছাত্র ছাত্রীদের  বিভিন্ন বিভাগে   রবীন্দ্র, নজরুল সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন,  নৃত্য  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 বিজয়ী প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন বিচারক উদয়শংকর দাস, মলিনা দাস, গোবিন্দ শিকদার, ভীম চন্দ্র সরকার। কালিয়াচক দুই নং ব্লকে র ছাত্র যুব উৎসব কমিটির মন্ত্রী প্রতিনিধি তহিদুর রহমান জানান ," যুবশক্তিকে  উজ্জীবিত  করতে মমতা ব্যানার্জি   প্রতিবছর ছাত্র ও ছাত্রী দের  এই যুব মেলার আয়োজন করে।

 প্রতিটি  গ্রামের  প্রতিটি কোন থেকে  যুবা প্রতিভা  অন্বেষন করাই এই উৎসবের প্রধান  লক্ষ্য। মোথাবাড়ি  যুব উৎসব খুব প্রনবন্ত ও উজ্জ্বল  ভাবে সম্পন্ন করা হয়েছে।"
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com