সারা বাংলা আমন্ত্রণ মূলক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপ হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত হলো,,,

,এবি বঙ্গ নিউজ,,,, 

হাওড়া সাঁকরাইল অমর সংঘ,,,, বাবু হক,,,,,




, রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান রকমের নামে পরিচিত আত্ম রক্ষার স্বার্থে কলা কৌশল অবলম্বন করানো সংস্হা শীতের মরসুমে ঠাণ্ডা আমেজে, 

প্রবীণ ও নবীন মেল বন্ধনে আবদ্ধ হয়ে ক্যারাটে প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে পুরোদমে।




 ঠিক তেমনি ভাবে হাওড়া জেলার সাঁকরাইল থানা ও ব্লকের অন্তর্গত সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁকরাইল অমর সংঘ ময়দানে আজ উন্নিশ জানুয়ারি রবিবার সকাল-সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় হাজারখানেক প্রতিভাবান প্রবীণ ও নবীন আত্ম রক্ষার স্বার্থে কলা কৌশল অবলম্বন কারী দের নিয়ে দ্বিতীয় সারা বাংলা আমন্ত্রণ মূলক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপ অনুষ্ঠিত হলো।

 উদ্বোধন করেন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে সাঁকরাইলের বিধায়ক শীতল কুমার সর্দ্দার এলাকার শিক্ষক ও শিক্ষিকা সমাজকর্মী, 




স্হানীয় এলাকার বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মধ্যে ঝুমঝুম নস্কর, প্রিয়াঙ্কা সাহা, সুজন সাহা, চন্দ্র শেখর রক্ষিত, সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক,এনাএৎ সর্দ্দার,রাজ কুমার মোল্লা সহ আরো অনেকে ,

আয়োজক ও সকল প্রকার সহযোগি সংগঠনের বিভিন্ন ধরনের পদাধিকারী গন।

 দ্বিতীয় সারা বাংলা আমন্ত্রণ মূলক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপ আয়োজন করে,

 উইনিভার সাল স্পোর্টস সত্যকোন ক্যারাটে ডো বেঙ্গল, ক্যারাটের বিভিন্ন ধরনের দীকপাল গন প্রতিযোগিদের উৎসাহিত ও অনুপ্রেরণাদিতে তৎপর ছিলেন পর্যায়ক্রমে বলে জানা যায়। 

আমাদের প্রতিনিধিকে কৈশ্রী শঙ্খনাথ মুখার্জি জানান আমরা সাধ্যমত সকল প্রকার সাথীদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি, 




বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এই রকমই চ্যাম্পিয়ন শিপ আয়োজন হয়ে থাকে শিক্ষার্থীদের আরো মান উন্নয়নে ও খ্যাতি অর্জনে সহায়তা করা হয়।

এক শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন কি নারী কি পুরুষ নির্বিশেষে সকলেরই আত্ম রক্ষার স্বার্থে কলা কৌশল অবলম্বন করা প্রয়োজন।

এক অভিভাবিকা আম্বিয়া বেগম বলেন সারা দেশে দিনে রাতে কতকিছুই না ঘটে চলেছে সে জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে আত্ম রক্ষার স্বার্থে কলা কৌশল অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন তিনি এছাড়াও শরীর চর্চা র মাধ্যমে সুস্থ থাকা মনোসংযোগ বাড়ে ।

 সকল প্রকার অভিভাবকদের অনুরোধ আপনার পরিবারের সদস্য ও সদস্যা কে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত করে তুলুন।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com