আগামী 10ই সেপ্টেম্বর পালিত হবে পবিত্র আশুরা।



নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, কলকাতা।

 কলকাতার প্রাচীন মসজিদ,নাখোদা মসজিদ ট্রাস্টের পক্ষহতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
যে গত 1লা সেপ্টেম্বর 2019, ইসলামী নববর্ষের প্রথম মাস অর্থাৎ মহররম মাসের চাদ দেখা যায়। সেই অনুযায়ী মহররম মাসের 10তারিখ অর্থাৎ আগামী 10ই সেপ্টেম্বর 2019, মঙ্গলবার, পবিত্র আশুরা পালিত হবে। 



 এই আশুরা উপলক্ষে কলকাতার নাখোদা মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব নাসির ইব্রাহিম এক লিখিত বিবৃতিতে জানান যে এই আশুরা উপলক্ষে তিনি সকলের কাছে শান্তিপূর্ণ ভাবে পালিত করার আহ্বান জানিয়েছেন।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com